Course Instructor

Zaidul Hasan

In this course I won’t teach you only theme customization, I’ll teach you how to make a custom website from scratch with custom functionality also I’ll teach you the way to use custom codes (CSS, JS, PHP) on a WordPress website to make the website more professional.

কোর্স সিলেবাস

◆ What is Web Design/Development?
◆ Scope of Web Design/Development
◆ Requirement of Web Design/Development
◆ Web Design/Development for Working Professionals

◆ Introduction

◆ lessons

◆ practice

◆ Introduction

◆ lessons

◆ practice

◆ Introduction

◆ Introduction of Hosting 

◆ Introduction of Domain

◆ Introduction of cpanel and Hosting management

◆ WordPress installation and (introduce Tools)

◆ Introduce  WordPress page builders

◆ Practical in creating every type of website like:- Personal, Portfolio, Business, LMS, Real estate, Booking, News Portal, Blog website, Membership website,  E-commerce, etc. 

In this course I won’t teach you only theme customization, I’ll teach you how to make a custom website from scratch with custom functionality also I’ll teach you the way to use custom codes (CSS, JS, PHP) on a WordPress website to make the website more professional.

After Completing The course you will be able to create all types of websites with custom features.

◆ You will learn how to secure a website from attackers. 

◆ Introduction to Google Analytics
◆ Setting up Google Analytics
◆ How to link a website to GA?
◆ Dashboard Overview
◆ Real-time reports

◆ Seo plugin setup
◆ Setup Search console 
◆ Publish Site-map 

This lesson will let you know about website issues and solutions. 

◆ Client Hunting Ideas

◆ Conversations Technique

Support:
◆ Work Sample
◆ Portfolio
◆ Lifetime Support

কোর্স সম্পর্কে বিস্তারিত

সর্ব প্রথম আপনাকে এবং আমাকে সত্যের সম্মুখীন হতে হবে। এই কোর্সে আধ্যাত্মিকতার কোনো ছোঁয়া নেই। কোর্সটি সম্পূর্ন হওয়া মাত্রই সফলতা অর্জন করতে পারবেন এমন প্রতিশ্রুতি আমি কখনো দিই না এবং কোনোদিন দিব না, এটা নিশ্চিত। তবে আমি এই প্রতিশ্রুতি দিতে পারব, আমি আপনাকে একদম প্রাথমিক পর্যায় থেকে শেখানো শুরু করব। শেখানোর পাশাপাশি নিজেকে এক্সপার্ট (Expert) শব্দটির দাবীদার করতে সম্পূর্ণ বিষয়াদি আপনার শেখার আগ্রহের উপর নির্ভর করবে।

ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি এগুলো খুব সহজ ভাবে বলা যায়। কারণ, এমন যাত্রাগুলো একদম সহজগম্য। কিন্তু যখন আপনি ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট শুনবেন তখন মনে রাখবেন এই এক্সপার্ট শব্দের যাত্রাটি হয় দুর্গমনীয় এবং শ্রমের প্রাচীরে ঘেরা। আমাদের দুর্বলতা হচ্ছে আমাদের কাঁধে যখন দায়িত্বের ভার বোধ করি, কালচক্র কঠিন হয়ে দাঁড়ায়, সঠিকভাবে কোনো কিছুতে অগ্রসর হতে হলে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আমাদের কাছে তখন সময় কম হয়ে যায়। কোনো কিছুতে আমরা যখন আশার আলো খুঁজে পাই তখন সেটা নিয়ে গভীর চিন্তা-ভাবনা করি না। এজন্যই অনেক স্টুডেন্ট আছে যারা শেখার আগে যে আগ্রহ নিয়ে থাকে সেই আগ্রহ শেষ অবধি ধরে রাখতে পারে না। পরিশেষে দেখা যায়, কাজের ক্ষেত্রে ত্রুটি হয় অধিক, ক্লায়েন্টের সাথে কথা বলতে নানান সমস্যার সম্মুখীন হয়। মূলত, এরা সবাই স্টুডেন্টদের ইনকামের স্ক্রিনশর্ট দেখে ঝাঁপিয়ে পড়ে, অমুক এত ডলার ইনকাম করে ফেলেছে, তমুক ভালো একটি অবস্থা চলে গেছে। অথচ তাঁরা কখনো খুঁজ নেয়নি যে এই কাজ পাওয়ার স্ক্রিনশট বা তার ভালো অবস্থানে যাওয়ার পেছনে কতটুকু শ্রম দিতে হয়েছে।

আপনাকে এই জগতে প্রচুর সময় দিতে হবে। ধৈর্য ধরে এগোতে হবে। এবং প্রথমে এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে, তিনমাসের কোর্স করলেই আপনি সফল, হাজার ডলার ইনকাম করতে পারবেন, এসব কেবলমাত্র বোকামির একটি ধাপ। চিন্তা করুন, আপনি স্কুল-কলেজ-ভার্সিটি শেষ করেই কী চাকরী পেয়ে যাবেন? বা পেয়ে যান? তাহলে যেখানে আপনি এত বছর পড়ালেখা করে চাকরির নিশ্চয়তা পান না সেখানে আপনি তিনমাসের একটি কোর্সে কীভাবে স্বপ্ন বুনে ফেলেন লাখ টাকার ইনকামের?

একটি চাকরীর জন্য আপনাকে যে প্রস্তুতি নিতে হয়, যে যে পদেক্ষেপগুলো নিতে হয়, যে যে বিষয়ে জ্ঞান অর্জন করতে হয় ঠিক একইভাবে এখানেও আপনি কাজ শেখার পর আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুতির ক্ষেত্রে যতগুলো পদক্ষেপ রয়েছে সবগুলো পদক্ষেপ আপনাকে নিতে হবে। এবং যে কাজ শিখেছেন সেই কাজে অবশ্যই ভিত্তিমূল থেকে জ্ঞান থাকতে হবে। আশাকরি এতটুকু আপনার বোধগম্য হয়েছে যে, কোর্স শেষ হওয়ার পর আরো শেখার বাকি আছে। কোর্স শেষ মানেই শেখা শেষ নয়।

পরিশেষে, কোনোকিছুই এককভাবে সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টায় অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তাছাড়া, আপনি যা শিখবেন যদি ভিত্তিমূলে জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে পরবর্তীতে অগ্রসর হতে পারবেন না। পর্যাক্রমিকভাবে অগ্রসর না হলে আপনি অযথা কষ্ট করবেন। আপনার উদ্দেশ্য সফল হবে না। আর আমি আপনাদেরকে যে শ্রম দিব তাও বিফল হবে। আল্লাহ্‌ আমাদেরকে বিফলতা থেকে রক্ষা করুন, আমীন।

যেভাবে পেমেন্ট করবেন

ক্লাস করার জন্য প্রয়োজন হবে

সচরাচর জিজ্ঞাসা

অবশ্যই। এই কোর্সে আপনাকে একদম বেসিক থেকে দেখানো শুরু হবে।

একটি ল্যাপটপ (Laptop) অথবা ডেক্সটপ (Desktop) এবং একটি স্মার্ট ফোন থাকতে হবে। পাশাপাশি ইন্টারনেট কানেকশন (Internet Connection) থাকতে হবে। অবশ্যই এগুলো ব্যবস্থা করে এডমিশিন নিতে হবে।

বেসিক ইংরেজি জানা থাকা লাগবে।

আপনাকে ক্লাস করতেই হবে। কোনো এক্সকিউজ দিলে হবে না।

SSC & HSC কমপ্লিট করে কোর্সটি করা নিরাপদ। কারণ, এখানে সময় দেওয়া এবং কাজ লেগে থাকাটাই হচ্ছে সফল হওয়ার প্রথম ধাপ। আবার যারা SSC & HSC কমপ্লিট করতে পারেননি (ব্যাকলগ) তাঁরা এডমিশন নিতে পারবেন।

ক্লাস শেষ হওয়ার পর আপনি যতদিন এই প্লাটফর্মে কাজ করবেন আপনি ততদিন সাপোর্ট পাবেন। সহজভাবে বললে, আমি যতদিন বেঁচে আছি ততদিন সাপোর্ট পাবেন। সাপোর্টের জন্য আলাদা ফি পে করতে হবে না।

বিকাশ, নগদ, এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হয়।

নিচে এডমিশন যেভাবে নিবেন সম্পূর্ণ ধারাবাহিকতা ফরমে উল্লেখিত। অথবা +8801709128395 এই নাম্বারে ওয়াটস্‌ অ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করবেন।

খুব জরুরি কিছু কথা

১। ক্লাস চলাকালীন ইনকামের আশায় এডমিশন নিবেন না। এখানে আমি ইনকামের কোনো গ্রান্টি দিচ্ছি না। আমার কাজ হচ্ছে আপনাকে শেখানো, সঠিক গাইডলাইন দেয়া। আপনার ইনকাম নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর।

২। এডমিশন নেয়ার পূর্বে অবশ্যই কোর্স মডিউল দেখে-বুঝে এডমিশন নিবেন।

৩। আপনি বেশি ব্যস্ত মানুষ হলে এডমিশন নিবেন না। অনেক সময় দেখা যায় ক্লাস চলাকালীন নানান ব্যস্ততা দেখানো হয়। সুতরাং কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য নয়।

৪। এডমিশন নেয়ার পর কোনো সমস্যা দেখিয়ে রিফান্ড চাইলে রিফান্ড করা হবে না।

৫। কাজ শেখার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস- প্র্যাকটিস এবং প্র্যাকটিস করতে হবে। আপনার লক্ষ্যে পৌঁছানো অবধি আপনাকে ধৈর্যশীল হতে হবে।

৬। অনলাইনে ক্লাস চলাকালীন নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

৭। ঋণ বা ধার করে এডমিশন নিবেন না। অনেকেরই এমন চিন্তা-ভাবনা থাকে কারো থেকে ধার করে এডমিশন নেন। এবং ভাবেন ক্লাস চলাকালীন কাজ পাওয়া যায় তাহলে কোর্স শেষ করে ইনকাম করে দিয়ে দিব। এটি একটি ভুল ধারণা। পরে দেখা যাবে হিতে বিপরীত।

কোর্স ফি: ৭,০০০ টাকা

Scroll to Top